তুরস্ক কেন বলেছে পাকিস্তানী বের হও?

 'Pakistani Get Out' বেশ দিন কয়েক ধরে তুরস্কে এই কথাটি ট্রেন্ড লিস্টে টপে রয়েছে। ঐতিহাসিক ভাবে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক, সামরিক এবং সংস্কৃতিগতভাবে সম্পর্ক বেশ মজবুত। কিন্তু তা সত্ত্বেও গত কয়েকদিন ধরে তুরস্ক জুড়ে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়ার জোরালো দাবি জানানো হচ্ছে।

** তুরস্কে বসবাসরত পাকিস্তানের কিছু নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা অনৈতিক এবং পারভার্ট কর্মকান্ডের সাথে জড়িত। জুনায়েদ নামক একজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি সমুদ্র সৈকতে তুর্কি এক মহিলার অনুমতি ব্যতীত গোপনে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। তুর্কি অথরিটির কানে এখবর পৌঁছালে তারা ১৪ এপ্রিল সে ব্যক্তিকে গ্রেফতার করেন। ঘটনার পর আরও দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যারা গোপনে রাস্তা দিয়ে চলাচলরত নারীদের ছবি তুলে রাখতেন।

**শুধু তাই নয় পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে সমাজে মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ হিংসাত্মক ছড়িয়ে দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

**এরপর পাকিস্তানী নাগরিকদের বিরুদ্ধে পর্যটক গুমের ঘটনা সামনে আসে। চারজন নেপালী পর্যটক ইস্তাম্বুল ভ্রমণের জন্য গিয়েছিলেন। তাদেরকে কিডন্যাপ করে তিনদিন ধরে আটকে রাখা হয় এবং ১০ হাজার ইউরো মুক্তিপন দাবি করা হয়। পরবর্তীতে তুর্কি পুলিশ কিডন্যাপ চক্রেরজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে এবং নেপালি পর্যটকদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। যে আস্তানা থেকে পর্যটকদের উদ্ধার করা হয় সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়।


 

উপরুক্ত ঘটনাগুলো প্রমাণ করে পাকিস্তানের নাগরিকরা তুরস্কে গিয়ে কতটা বেপরোয়া হয়ে উঠেছে। পাকি নাগরিকদের এরকম বেপরোয়াতা দেখে তুরস্ক প্রশাসন পাকিস্তানিদের ভিসার ব্যাপারে কড়াকড়ি আরোপ শুরু করেছে।

শুধু তুরস্ক নয় বরং মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কানাডা যেখানেই যান না কেন পাকিস্তানের নাগরিকদের ব্যাপারে খুব ভালো কোনো কথা শোনা যায় না। এরা সবখনেই দুষ্টবুদ্ধি এবং হিংসাপরায়ণতার জন্য পরিচিত। বিশ্বে পাকিস্তানিদের খুব ভালো একটা প্রতিচ্ছবি নেই। প্রতিটা দেশের মানুষই তাদেরকে ঘৃণা আর সন্দেহের চোখে দেখে। আর সেই ঘৃণার ছোট্ট একটা বহিঃপ্রকাশ হয়ে উঠেছে তুর্কির "#Pakistani_Get_Out মাধ্যমে।

 

Comments

Popular Posts